Home / জাতীয় / আসুন সচেতন হই, ট্রাফিক আইন মেনে চলি

আসুন সচেতন হই, ট্রাফিক আইন মেনে চলি

যমুনা নিউজ বিডি ঃ কর্মব্যস্ত ঢাকা মহানগরী, কে কার আগে যাবে চলছে সেই প্রতিযোগিতা। যানজট এড়াতে ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে চলছে গাড়ি। এতে দুর্ঘটনার আশঙ্কা যেমন থাকে তেমনি সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। ভোগান্তির তীব্রতা বাড়ে ব্যস্ত নগরবাসীর। একজন দায়িত্বশীল নাগরিকের কাছে এটা কি কাম্য?

‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন, ট্রাফিক শৃংখলা একটি জাতির সভ্যতার প্রতীক’। সড়কের শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে কিছু নিয়ম মেনে চলতে আহবান জানাচ্ছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।

নির্দিষ্ট স্থান ছাড়া বাস থামিয়ে যানজটের সৃষ্টি করছেন। যেখানে সেখানে বাস থামাবেন না। চলন্ত বাসে উঠানাম করাবেন না। ইন্টারসেকশন থেকে দূরে বাসস্ট্যান্ডে এবং নির্দিষ্ট জায়গায় গাড়ি দাড়িয়ে যাত্রী উঠানামা করাবেন। আপনার সামান্য অবহেলায় হতাহত হতে পারে বহু প্রাণ। আড়াআড়িভাবে বাস থামিয়ে অন্য যানবাহনের বাঁধা সৃষ্টি করবেন না। ট্রাফিক আইন অমান্য করে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালাবেন না।

সুশৃঙ্খল ট্রাফিক ব্যাবস্থাপনার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াস।

Check Also

তরুণ ও নারীরাই আওয়ামী লীগের বিজয়ের প্রধান হাতিয়ার

যমুনা নিউজ বিডি : আগামী নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের প্রতীক তরুণ সমাজ এবং অর্ধেক নারী জনগোষ্ঠীই হবে …

Powered by themekiller.com