Home / আন্তর্জাতিক / আর্থিক মন্দার কবলে নিউজিল্যান্ড

আর্থিক মন্দার কবলে নিউজিল্যান্ড

যমুনা নিউজ বিডিঃ করোনাভাইরাসের কারণে চলতি বছরের দ্বিতীয় ভাগে নিউজিল্যান্ডের জিডিপি রেকর্ড পরিমাণ কমেছে। বুধবার অর্থনৈতিক মন্দায় পড়েছে দেশটির অর্থনীতি। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবৃদ্ধিও।  গত বছর প্রণীত বাজেটে জিডিপি ২৩ দশমিক ৫ শতাংশ কমবে বলে পূর্বাভাস দেয়া হলেও নিউজিল্যান্ড সরকার জিডিপি কমার হার ১৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নেয়। তবে তা ঠেকিয়ে জিডিপি কমার হার ১২ দশমিক ২ শতাংশে নামিয়ে আনে নিউজিল্যান্ড।

বিবিসি বলছে, ১৯৮৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর এটাই নিউজিল্যান্ডে প্রথম মন্দা। কিন্তু সরকারের আশা, দ্রুত এই মন্দা কাটিয়ে উঠতে পারবে নিউজিল্যান্ড।  অর্থমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন বলেছেন, প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় আছে জিডিপির অবস্থা, ‘আমরা খুব দ্রুত আরও শক্তিশালী হয়ে ফিরবো আশা করি।’ প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নের অর্থনৈতিক নীতিমালার জন্যেই করোনার কারণে মন্দার মধ্যেও জিডিপি হ্রাস ঠেকানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকে। করোনার প্রকোপের কারণে সেই মার্চ থেকে লকডাউন এবং সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বড়ো প্রভাব ফেলেছে নিউজিল্যান্ডের অর্থনীতিতে। সম্প্রতি করোনামুক্ত হওয়ার পর আবারও ভাইরাসের সংক্রমণ হয়। তাও ঠেকাতে সফল হয়েছে নিউজিল্যান্ড। এবার অর্থনীতি স্থবিরতা কাটানোর পালা।

Check Also

মানুষের মস্তিষ্কে করোনার জীবাণু বাঁচতে পারে ১০ বছর!

মানুষের মস্তিষ্কে করোনাভাইরাসের জীবাণু ১০ বছর টিকে থাকতে পারে বলে যুক্তরাজ্যের একটি গবেষণায় উঠে এসেছে। …

error: Content is protected !!
%d bloggers like this:

Powered by themekiller.com