Home / সারাদেশ / আবুধাবিতে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের যাত্রা শুরু

আবুধাবিতে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের যাত্রা শুরু

যমুনা নিউজ বিডি:  দেশীয় প্রবাসীদের সূলভ মূল্যে বিমান টিকেট ও দেশে-বিদেশে ভ্রমণের যাবতীয় সুব্যবস্থা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোচ্ছাফ্ফার ৩৬ নম্বর সানাইয়ায় দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান মিরাকল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের যাত্রা শুরু হলো।

গত শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির স্থানীয় স্পন্সর হায়দার সালাহ আহমদ আলী আল মুসাবি ফিতা কেটে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। এ সময় প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইলসহ দেশ বিদেশের বিশিষ্ট প্রবাসী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির উদ্বোধনপরবতী আয়োজিত এক আলোচনাসভায় মালিকসহ দেশীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর আসন্ন আমিরাত সফরের মাধ্যমে দীর্ঘদিনের বন্ধ থাকা ভিসা শিগগিরই চালু হবে।

অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক এম আবদুল মন্নান, ধর্মীয় সম্পাদক আলী রেজাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

শিক্ষা কর্মকর্তার বদলি বাণিজ্য

যমুনা নিউজ বিডি:   নড়াইলের লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ গ্রহণের বিনিময়ে বিধিলঙ্ঘন করে …

Powered by themekiller.com