Home / বিনোদন / আবার বিয়ে করলেন শখ!

আবার বিয়ে করলেন শখ!

যমুনা নিউজ বিডিঃ করোনাভাইরাস মহামারীর তৈরি করেছে সারা দুনিয়ায়৷ বাংলাদেশেও দিনদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সবাই এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরে বসেই সময় পার করছেন। বন্ধ রয়েছে সবরকম শুটিং ও শোবিজের কাজ। এদিকে এমনি সময় বাতাসে উড়ছে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন।

গেল কয়েকদিন ধরেই টিভিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই সুন্দরীর বিয়ের খবর। খোঁজ নিয়ে জানা গেল, অনেকদিন ধরেই এক ব্যবসায়ী যুবকের সঙ্গে প্রেম করছেন শখ। তার গলাতেই বিয়ের মালা দিয়েছেন তিনি। এ বিষয়ে নিশ্চিত হতে শখের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। শোবিজে এই অভিনেত্রীর কাছের মানুষেরাও এ ব্যাপারে নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেননি। সবাই অপেক্ষা করছেন শখ নিজেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে। প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায়।

Check Also

শুভ জন্মদিন অ্যাঞ্জেলিনা জোলি

যমুনা নিউজ বিডিঃ আজ মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্মদিন। ১৯৭৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া …

%d bloggers like this:

Powered by themekiller.com