Home / বিনোদন / আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ পাকিস্তানি ভিডিওতে

আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ পাকিস্তানি ভিডিওতে

যমুনা নিউজ বিডি ঃ আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানটি শুধুই জনপ্রিয় নয়, সবসময়ের সব শ্রেণির মানুষদের কাছে এই গান যেমন গ্রহণযোগ্য তেমনি একটি আসর জমিয়ে ফেলতে গেলেও কোরাস কণ্ঠে চলে আসে- …চলো বদলে যাই, তুমি কেন বোঝো না… তোমাকে  ছাড়া আমি অসহায়…

এলআরবি ব্যান্ডের অন্যতম গান… ‘সেই তুমি কেন এতো অচেনা হলে।’ সম্প্রতি গানটির সুরের ওপর ভিত্তি করে যে সঙ্গীত রয়েছে পাকিস্তানের একটি তথ্যচিত্রের ওপর ব্যবহার করা হয়েছে। পাকিস্তানি তথ্যচিত্রের ওপর ‘সেই তুমি গানটির মিউজিক অবাকই করেছে বলা যায় এদেশের তরুণদের।

দেখুন পাকিস্তানি ভিডিওটি

Check Also

ধীরে ধীরে খুলতে চান গোপনীয়তার ভাঁজ

যমুনা নিউজ বিডি:   অসাম্প্রদায়িক চেতনা ও এক অসম প্রেমের গল্পে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র …

Powered by themekiller.com