Breaking News
Home / খেলাধুলা / আইপিএল আয়োজন করতে বিসিসিআইকে চিঠি দিয়েছে আমিরাত

আইপিএল আয়োজন করতে বিসিসিআইকে চিঠি দিয়েছে আমিরাত

যমুনা নিউজ বিডিঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। অক্টোবরে কোন টুর্নামেন্ট দেখবে ক্রিকেট বিশ্ব, তা নিয়ে চলছে এক অঘোষিত লড়াই। ১০ জুন বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে বৈঠকে বসছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। অক্টোবরে শুরু হওয়ার কথা থাকলেও যদি ২০২২ অবধি পিছিয়ে যায় বিশ্বকাপ তবে ওই উইন্ডোতে আইপিএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। কিন্তু ভারতে করোনা ভাইরাসের প্রভাব এখনও এতটুকু কমেনি। লকডাউন শিথিল হলেও আক্রান্তের পাশপাশি মৃত্যুর হার কমার কোনও লক্ষণ নেই। আক্রান্তের নিরিখে ইতালিকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। এমন সময় অক্টোবর-নভেম্বর উইন্ডোতে আইপিএল আয়োজন করা হলেও তা কোথায় আয়োজিত হবে, দেশে নাকি বিদেশে? এই প্রশ্নে দ্বিধাবিভক্ত বোর্ডও। এমন সময় শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত নাকি আইপিএল আয়োজন করতে চেয়ে আসরে নেমেছে বলে খবর।

শ্রীলঙ্কা বোর্ডের দেওয়া প্রস্তাবের খবরটি নিশ্চিত না হলেও ইউএই ক্রিকেট বোর্ড স্বীকার করে নিল যে তারা আইপিএল আয়োজনের জন্য বিসিসিআইকে প্রস্তাব দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট সংস্থার পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আইপিএল আয়োজনের জন্য প্রস্তুত তারা। এই মর্মে বিসিসিআইয়ের কাছে তাদের খোলা চিঠি পৌঁছে গিয়েছে। এর আগে ২০১৪ ভারতে লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের কিছু ম্যাচ সফলভাবে আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের দেশটি। সেই অভিজ্ঞতাকে সম্বল করেই ফের আইপিএল আয়োজনের দাবি করছে তারা। সেদেশের ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশির উসমানি জানিয়েছেন, ‘এর আগে আমিরাত বোর্ড সাফল্যের সঙ্গে আইপিএলের ম্যাচ আয়োজন করেছে। এছাড়া নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমরা বহু দ্বিপাক্ষিক সিরিজ ও বহুজাতিক টুর্নামেন্ট সাফল্যের সঙ্গে আয়োজন করেছি। আমাদের স্টেডিয়ামগুলো যে কোনও ধরনের টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত।’ তাই আইপিলের পাশাপাশি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজনের জন্য ঝাঁপিয়েছে তারা। উল্লেখ্য, গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল ২০২০ সালের আইপিএল। কিন্তু করোনাভাইরাসের জেরে আপাতত তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আদৌ চলতি মৌসুমে ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কিনা সেটা অনেকটাই নির্ভর করছে টি-২০ বিশ্বকাপের ভবিষ্যতের উপর।

Check Also

ক্রিকেট বল থেকে কি করোনাভাইরাস ছড়াতে পারে?

যমুনা নিউজ বিডিঃ ইংল্যান্ডে ফুটবল লিগ শুরু করার অনুমতি দিচ্ছে সরকার। কিন্তু মাঠে ক্রিকেট ফেরানোর …

%d bloggers like this:

Powered by themekiller.com