Home / তথ্যপ্রযুক্তি / অ্যান্ড্রয়েডের জন্য নতুন ব্রাউজার আনছে মজিলা

অ্যান্ড্রয়েডের জন্য নতুন ব্রাউজার আনছে মজিলা

গুগল প্লে থেকে এখন পর্যন্ত ১০ কোটি ইনস্টল হয়েছে ফায়ারফক্স। ফলে একে অন্যতম জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার হিসেবে বলা হয়। বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সের তিনটি ব্রাউজার সংস্করণ রয়েছে।

মূলত স্মার্টফোন ও ট্যাবে ব্যবহৃত হয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আর এর ব্যবহারকারীরাও কমবয়সী ও প্রযুক্তি পছন্দ করেন। এ কারণে ব্যবহারকারীদের এ বৈশিষ্ট্যটিও বিশেষভাবে লক্ষ্য করছে মজিলা।

মজিলার ওয়েবসাইট ডেভেলপাররা চলতি বছর জুন থেকে সক্রিয়ভাবে এই প্রকল্পে কাজ করছেন বলে জানা গেছে।

Check Also

যে থিয়েটারে দৃশ্যের ভেতরেই থাকছে দর্শক

যমুনা নিউজ বিডি ঃ সিনেমা বা থিয়েটারে আমরা গেলে এতদিন সামনের পর্দায় দৃশ্য দেখতে পেতাম। …

Powered by themekiller.com