Home / জাতীয় / অনলাইনে গুজব ছড়ানোর দায়ে আটক ৩

অনলাইনে গুজব ছড়ানোর দায়ে আটক ৩

যমুনা নিউজ বিডি: ফেসবুকসহ বিভিন্ন অনলাইন সামাজিক মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানোর দায়ে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে অভিযোগ গঠন করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব-২ এর উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মো. ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুন্য তামাদি (৩৭) ও আব্দুল্লাহ জাবিদ (৪৫)। আটক তিনজনই পেশায় ব্যবসায়ী।

এসপি মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে জানান, আটকরা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিল। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া প্রচারণা চালাচ্ছিল। দেশজুড়ে মাদকের বিরুদ্ধে চলা যুদ্ধকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করছিল।

র‌্যাবের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধ করেছে।

Check Also

আপাতত সুপ্রভাতের কোনো বাস চলবে না : মেয়র আতিকুল

যমুনা নিউজ বিডি :   রাজধানীর প্রগতি সরণি সড়কে সুপ্রভাত পরিবহনের যে বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার …

Powered by themekiller.com